গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলা ‘World’s Heaviest Child’ ধাজবুলাত খাতোকভ মাত্র ২১ বছর বয়সে মারা গেলেন। বেশি ওজনের কারণেই রাশিয়ার ধাজবুলাত খাতোকভ অল্পবয়সেই খবরের শিরোনামে উঠে আসেন। ২০০৩ সালেই ‘World’s Heaviest Child’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম তোলেন। রয়টার্সের (Reuters) রিপোর্ট অনুযায়ী, মাত্র ২ বছর বয়সেই ধাজবুলাত খাতোকভের ওজন ছিল ৭৫ পাউন্ড।
ক্রমেই বাড়তে থাকে ধাজবুলাত খাতোকভের ওজন। ১৩ বছর বয়সে সেই ওজন বেড়ে হয় ৩৯৭ পাউন্ড। রাশিয়ার দক্ষিণ কাবারদিনো-বালকারিয়ার বেতাল গুবজাহেব একটি সুমো রেস্টলিং সংস্থা চালান। তিনিই ধাজবুলাত খাতোকভের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
সাত বছর বয়সে ধাজবুলাত খাতোকভের ওজন যখন ছিল ২২৪ পাউন্ড। তখনই তাকে নিয়ে তৈরি হয় একটি ডকুমেন্টরি যার নাম ছিল “baby elephant”। যদিও চিকিৎসকরা শুরু থেকেই ধাজবুলাত খাতোকভের ওজন যেভাবে বাড়ছিল তাতে যথেষ্ট চিন্তায় ছিলেন। এমনকী এবিষয়ে তার মাকেও সতর্ক করেছিলেন ডাক্তাররা।