এই তো গত সপ্তাহে দাদি হারিয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছয় দিনের মাথায় দাদি হারালেন তারকা ফুটবলার ও বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বার্ধক্যজনিত কারণে বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তার দাদি হামিদা খাতুন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রামের নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে হামিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি। তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জামাল ভূঁইয়া বর্তমানে ভারতে আছেন আই লিগ খেলার জন্য। পশ্চিমবঙ্গের জায়ান্ট কলকাতা মোহামেডানের জার্সিতে এরইমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন ডেনমার্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার।
জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারী শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।