আফগান ক্রিকেটের ‘পোস্টারবয়’ বলা যায় লেগস্পিনার রশিদ খানকে। প্রায় সব দলের বিপক্ষেই ভালো খেলে থাকেন তিনি। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডকে রশিদের প্রিয় প্রতিপক্ষই বলা যায়। বৃহস্পতিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে রশিদের অলরাউন্ডার নৈপুণ্যে আইরিশদেরকে ১৬ রানে হারিয়েছে আফগানিস্তান। সে ম্যাচে প্রথমে ব্যাট হাতে মাত্র ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর জ্বলে উঠেন বল হাতেও, নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
পরিসংখ্যানে দেখা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অপ্রতিরোধ্য রশিদ খান। বল হাতে মাত্র ২৩ ইনিংসে ৫০ উইকেট শিকার করেছেন রশিদ। ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ডও আছে দলটির বিপক্ষে। ব্যাট হাতেও জ্বলে উঠেন আইরিশদের বিপক্ষে। ১৯ ইনিংসে ৩৩.৩৩ গড়ে ৫০০ রান রয়েছে দলটির বিপক্ষে। সূত্র: ক্রিকইনফো