শুরু হয়েছে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দ্বিতীয় অংশ। এই আসরের প্রথম ভাগ শুরু হয়েছিলো ভারতেই কিন্তু মহামারী প্রকট আকার ধারন করায় স্থগিত করতে হয় আইপিএল। তাই আইপিএলের দ্বিতীয় অংশ এবার হচ্ছে মরুর দেশে। ক্রিকেট বিশেষজ্ঞরা শুরু করেছেন নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণ।বরাবরের মতো এবারও আইপিএলের হট ফেবারিট পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।তবে অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার ব্র্যাড হগ মনে করে,এবারের আইপিএলে বাজিমাত করবে রিশাভ পান্তের দিল্লি ক্যাপিট্যালস।
স্থগিত হওয়ার আগে মাঠে গড়ানো ২৯ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে ছিলো দিল্লিই।তাই এ দলের ওপরেই বাজি ধরছেন হগ। দলটির ওপর নিজের আস্থার কথা জানিয়ে হগ বলেছেন, ‘আমার মতে, এবার দিল্লি হলো সেই দল, যাদেরকে হারানো কঠিন হবে। তাদের দলে শ্রেয়াস আইয়ার ফিরে এসেছে। যার ফলে এখন তারা বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বৈচিত্র দেখাতে পারবে।এছাড়া অশ্বিনও ফিরেছে। তাদের নিয়ে দিল্লি এখন আরও শক্তিশালী।’
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া ভিডিওবার্তায় হগ আরও বলেন, ‘দিল্লি দলে এখন ভারসাম্য আসবে। তারাই একমাত্র দল যারা মুম্বাইকে হারিয়ে, তাদেরকে ষষ্ঠ শিরোপা জেতা থেকে থামাতে পারবে। কাগজে-কলমে আমার মতে, দিল্লিই সেরা দল। তাদের এখন যেই ভারসাম্য আছে, তাতে মুম্বাই-চেন্নাইয়ের মতো দলগুলোকেও হারাতে পারবে।’