বেঙ্গালুরুর সমর্থকেরা আবারও হতাশ। ভারত পর্বে দুর্দান্ত খেলা দলটা খেই হারিয়ে ফেলে আরব আমিরাতে এসে। তবে শেষ কয়েক ম্যাচ দুর্দান্ত খেলে জায়গা করে নেয় শেষ চারে। শেষ চারে জায়গা পেলেও প্রথম এলিমেনেটর ম্যাচে কলকাতার সাথে হেরে বিদায় ঘন্টা বেজে গেছে কোহলিদের। দলের বিদায়ে ক্ষুব্ধ বেঙ্গালুরু সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্জাইজিটির খেলোয়াড়দের ধুয়ে দিচ্ছেন একদম।
গত কালকে কলকাতার সাথে বেঙ্গালোরের বিদেশি তারকাদের মধ্যে কেউই খুব বেশি ভালো করতে পারেনি। যার ফলে বিদেশি তারকাদের উপর বেশি ক্ষুব্ধ নেটিজনরা। বিদেশি তারকাদের মধ্যে অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান গোটা টুর্নামেন্টেই ছিলেন ফ্লপ। ব্যাট হাতে রান পাননি, বল হাতেও সাদামাটা ছিলেন। গত রাতে ৮ বলে ৯ রান করেছেন, বল হাতে এন্তার রান বিলিয়েছেন (১.৪ ওভারে ২৯ রান)।
সব মিলিয়ে ক্রিশ্চিয়ানের ওপরেও খেপেছেন বেঙ্গালুরু সমর্থকেরা। তাঁর অন্তঃসত্ত্বা সঙ্গীও গালিগালাজের হাত থেকে রক্ষা পাননি। ব্যাপারটা জানিয়েছেন ক্রিশ্চিয়ান নিজেই, ‘আমার সঙ্গীর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলো দেখুন। আমি আজকে ভালো খেলতে পারিনি। কিন্তু এটাই খেলা।
খেলায় এমন হয়ই। সবসময় যে ক্রিকেটাররা ভালো করবেন তা তো না। তিনি খেরাপ খেলেছেন তার সমালোচনা করলেও তার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে এটার সাথে না টানার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, যাই হোক, ওকে এর ভেতরে টেনে আনবেন না।’