লা লিগায় আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। এস্পানিওলকে ১-০ গোলে হারালো লস ব্লাঙ্কোরা। কাতালানদের মাঠে শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিলো রিয়াল। জিদানের সেরা একাদশ হিমশিম খাচ্ছিলো বল দখলে। কিন্তু সময় গড়াতেই আধিপত্য ফিরে পায় জিজু বাহিনী। ক্যাসেমিরো-ইসকোরা গতি আনে আক্রমণে। তবে, বেনজামার সঙ্গী হয়ে নিষ্প্রভ ছিলেন অ্যাডেন হ্যাজার্ড। অবশেষে ৪৫ মিনিটে ভাঙ্গে ডেডলক। স্কোর করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু’দল। মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। কিন্তু অ্যাসেনসিওর অভাব পূরণ করতে পারেন নি কেউই। নূন্যতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে একক ভাবে লা লিগার শীর্ষে এখন লস ব্লাঙ্কোরা