বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের অষ্টম আসরে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বড়সড় ঘাটতিই থেকে যাচ্ছে। ডিসিশন রিভিউ সিস্টেম তথা ডিআরএসই থাকবে না বিপিএলে। বিসিবির এ পরিচালক সংবাদমাধ্যমকে ডিআরএস নিয়ে বলেছেন, ‘ এই পরিস্থিতিতে আমরা রাখতে পারছি না ডিআরএস। এখন ওরা (টেকনিশিয়ানরা) কেউ ফ্লাই করতে পারছে না। ওদের দুইটা টিম এখন দুই দেশে আছে, সেখান থেকে এই অবস্থায় বাংলাদেশে আসতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘ডিআরএসের সোর্স সারাবিশ্বে একটাই (হক-আই কোম্পানি)। ওরাই দেয় সব জায়গায় মহামারীর কারণে কেউ আসতে চাচ্ছে না। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ। সেটিতেও রাখতে পারব কিনা, সেটাও কথা বলতে হচ্ছে।’
এমনকি বিদেশি আম্পায়ার আনার বিষয়টিও অনিশ্চিত। ইংল্যান্ড থেকে আম্পায়ার নাকি আসতে পারছেন না। শেষ পর্যন্ত উপমহাদেশের কোনো দেশকে আম্পায়ার আনার চেষ্টা করবে বিসিবি। তাছাড়া দেশীয় আম্পায়াররাই সিংহভাগ ম্যাচ পরিচালনা করবেন।
ইসমাইল হায়দার মল্লিক আজ বলেছেন, ‘আমাদের বিদেশি আম্পায়ার ঠিক করা ছিল ইংল্যান্ডের, সেও জানিয়ে দিয়েছে যে আসতে পারবে না। এখন আমরা আবার বিকল্প খুঁজছি। হয়তো শ্রীলঙ্কা বা ভারত থেকে দুইজনকে নেব।’