আসন্ন বিপিএলের জন্য বেশ ভালো দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের মঈন আলী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট আছে এই দলে। কোচ হিসেবে আছেন খ্যাতিমান মোহাম্মদ সালাউদ্দিন। এবার দলের সাথে যুক্ত হয়েছেন স্টিভ রোডস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টেকনিক্যাল অ্যাডভাইজারে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই হেড কোচ।
সালাউদ্দিনের সাথে স্টিভ রোডস। রসায়নটা জমবে। দলও হবে উপকৃত। রোডসের আগমনে এমনটিই ভাবছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবে, আমি হয়তো ভালো কিছু শিখতে পারব।’
মানুষ হিসেবে রোডসের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘সে খুব বিনয়ী, ভালো মানুষ। এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছে। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কিভাবে কী করতে হবে এসব নিয়ে। সে দলের পরামর্শক হিসেবে আছে।’
তবে কোচ হিসেবে তিনি সর্বেসর্বা। সেটা জানালেন পরের অংশে। তার মতে, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি- যখন খেলা চালাবো তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। আমি অন্যের মাথা থেকে ভুল করতে রাজি না। যদি ভুল করি ওখান থেকে কিছু শিখতে পারব। আরেকজনের মাথা থেকে ভুল করার সুযোগ আমার নেই, সেই ক্যারেক্টারও নেই। যদি ভুল হয়, পুরো দোষটা আমারই হবে। ভালো হলেও আমারই হবে।’