আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর অষ্টম আসর। টুর্নামেন্ট কে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে মিনিস্টার ঢাকা। সেই সাথে দলের অধিনায়ক-এর নাম ঘোষণা করেছে মিনিস্টার ঢাকা। বিপিএলের এবারের আসরে মিনিস্টার ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তামিম ইকবাল। বিপিএলে একই দলের হয়ে খেলবেন তামিম-মাহমুদুল্লাহ এবং মাশরাফি বিন মুর্তজা। মাহমুদউল্লাহর অধিনায়কত্বে দল ভালো করবে বলেও জানান দেশসেরা ওপেনার।
“রিয়াদ ভাই টি-টোয়েন্টিতে অত্যন্ত ভালো করেছেন। তার অধীনে আমরা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলের সাথে জিতেছি। তার ব্যাপারে মন্তব্য করার কিছু নেই। উনি কী করেছেন না করেছেন সবাই দেখতে পাচ্ছে। উনি আমাদের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। ভালো বলেই তো অধিনায়কত্ব করছেন।”