বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও বিপিএলের সফলতম অধিনায়ক এই দলে। আছেন এখনকার ওয়ানডে অধিনায়কও। দলে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন আরও কজন। তবে শেষ পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল বা অন্য কেউ নন, বিপিএলে মিনিস্টার ঢাকার নেতৃত্ব পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মাহমুদউল্লাহর নাম।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্ট এখনও বহুদূরে হলেও আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরুর তাগিদ বোধ করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএলকে সামনে এনে বললেন, ‘প্রায় দুই বছর পর বিপিএল খেলছি। সবার জন্যই দারুণ সুযোগ। আমাদের কন্ডিশনে ভালো খেলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবো।’