একজন ক্রিকেটারদের কোচ, আরেকজন ক্রিকেটারদের পাশাপাশি কোচদেরও সহায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মোহাম্মদ সালাউদ্দিন ও স্টিভ রোডসের ভূমিকা আপাতত এরকমই। এখানে দুজনের দায়িত্ব ও ব্যক্তিত্বের সংঘাতের কোনো সুযোগ দেখেন না রোডস। বিপিএলে নিজেদের দুটি শিরোপাই কুমিল্লা জিতেছে সালাউদ্দিনের কোচিংয়ে। এবারও কোচ হিসেবে তাকে বেশ আগেই নিশ্চিত করে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। পরে তারা বড় চমক দেখায় স্টিভ রোডসকে এনে। বাংলাদেশের সাবেক প্রধান কোচকে তারা দলে যুক্ত করে পরামর্শক হিসেবে।
বাংলাদেশের সাবেক কোচ রোডস আনুষ্ঠানিকভাবে সালাউদ্দিনের ও নিজের কাজের জায়গা পরিষ্কার করলেন। তিনি বলেছেন, ‘আপনারা সবাই জানেন সালাউদ্দিন বেশ সফল একজন কোচ। শুধুমাত্র বিপিএলই নয়, দারুণ কয়েকজন ক্রিকেটার উঠিয়ে আনার কাজ চমৎকারভাবে করেছে সে। সেজন্য তাকে মূল্যায়ন করতেই হবে। আশা করছি প্রধান কোচ হিসেবে বিপিএলে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।’
নিজের ভূমিকা নিয়ে রোডস বললেন, ‘সে (সালাউদ্দিন) আমাদের প্রধান কোচ। আমি এখানে খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও সাহায্য করতে এসেছি। আশা করছি আমার অভিজ্ঞতা, আমার ক্রিকেটীয় জ্ঞান দিয়ে দলকে এগিয়ে নিতে পারব। আমার ও সালাউদ্দিনের কাজ পরিষ্কার। আশা করছি আমাদের জুটি দলের কাজে আসবে। এটা গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়রা জানে সালাউদ্দিন প্রধান কোচ। পাশাপাশি খেলোয়াড়রা জানে আমি এখানে এসেছি শুধুমাত্র তাদেরকে সাহায্য করতে। পাশাপাশি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ যারা আছে, তারা জানছে এখানকার পরিস্থিতি।’
কুমিল্লাকে বিপিএল শেষে সফল স্থানে দেখতে চান বাংলাদেশের জাতীয় দলের সাবেক কোচ, ‘কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দারুণ। তারা বিপিএলে বেশ সফল একটি দল। আশা করছি তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমি সেই সাফল্যযাত্রায় থাকতে চাই, এজন্যই এখানে আসা।’