বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। কিন্ত বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। গ্রামে গঞ্জে এখনো চলে কাবাডির আসর। গতবছর বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রথমবারের মতো নিজস্ব আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি আয়োজন করেছিল। এইবারও সেই টুর্নামেন্টের ধারাবাহিকতা রাখতে চায় কাবাডি ফেডারেশন। পাশাপাশি বিশ্ব কাবাডির আসরও আয়োজনের আগ্রহ বাংলাদেশের। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ বাংলাদেশের আমির হোসেন পাটোয়ারী কাবাডির বিশেষ সভায় বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বিশ্ব কাবাডির আয়োজন সম্পর্কে বলেন, ‘এই মার্চে আমরা পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি আয়োজন করব। সেখানে এশিয়ান ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের অনেককে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের ভেন্যু, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা তাদের স্বচক্ষে দেখানোর পরিকল্পনা আমাদের।’ বিশ্ব পর্যায়ে কাবাডির আসরের যোগ্যতা রয়েছে বলে ধারণা কাবাডির এই কর্মকর্তার, ‘আগামী বছর মহিলা, পুরুষ ও যুব তিনটি বিশ্বকাপ রয়েছে। ভারত, ইরান আগ্রহ দেখিয়েছে আয়োজনের। আমরা বঙ্গবন্ধু কাবাডি আয়োজন করে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পেয়েছি। বিশ্ব কাবাডি আয়োজনে আমরা সক্ষম।’
গত বছর মার্চের শেষে বঙ্গবন্ধু কাবাডি আয়োজন করেছিল ফেডারেশন। এবার লক্ষ্য মার্চের প্রথম সপ্তাহে। ইতোমধ্যে কেনিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, কোরিয়া, ইরাক, মালয়েশিয়া, আর্জেন্টিনা, ইংল্যান্ড খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। প্রতি দলে ১২ জন খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও একজন টেকনিক্যাল অফিসার নিয়ে মোট ১৫ জনের কন্টিনজেন্ট।