বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে নাহিদুল ইসলাম। বিপিএলে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুমিল্লার এই ক্রিকেটার। গতকালকে তারা দুর্দান্ত বোলিংয়ে জয়লাভ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ ওভারে ১ মেডেন সহ ৫ রানে ৩ উইকেট নিয়ে বরিশালকে ম্যাচ থেকে ছিটকে দেন ডানহাতি স্পিনার। ১.২৫ ইকোনমিতে বিপিএলে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডে শহীদ আফ্রিদিকে ছুঁয়েছেন তিনি। এমন বোলিংয়ে রীতিমত মুগ্ধ অধিনায়ক ইমরুল। প্রতিপক্ষ দলের অধিনায়ক সাকিবেরও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পুরস্কার বিতরণী মঞ্চে নাহিদুলের বোলিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলেন, “আমরা যে তিনটি ম্যাচ খেলেছি পাওয়ার প্লে’তে ৩৬ রানও করতে পারিনি। এটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। তবুও নাহিদুল যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে। খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমাদের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। আমরা যখন বড় শট খেলতে যাচ্ছিলাম তখনই আউট হয়েছি।”
পাওয়ার প্লে’তে নাহিদুল সৈকত আলী ও সাকিবের উইকেট পান। এরপর ক্রিস গেইলকে স্ট্যাম্পড করেন দারুণ এক ডেলিভারিতে। নিজের বোলিং নিয়ে নাহিদুল বলেছেন,‘চেষ্টা থাকে সব সময় দলের জন্য অবদান রাখা। যতটা সম্ভব প্রতিপক্ষকে চাপে রাখা। এমন বোলিং অবশ্যই ভালো লাগে। ভালো খেলোয়াড়ের উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। চেষ্টা করি ভালো বোলিংয়ের ধারাবাহিকতা যেন থাকে।’