চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ঢাকা পর্ব শেষ হয়েছে। ঢাকা পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোন অবস্থানে রয়েছে।এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলের দুইয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। তাদের পয়েন্ট ৪।
৩ ম্যাচ খেলে ১টিতে জয় ও ২টিতে হেরেছে ফরচুন বরিশাল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তারা। বরিশালের পরই রয়েছে খুলনা টাইগার্স। তারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে দলটি।
২ ম্যাচ খেলে ১টিতে জয় ও ১টিতে হেরেছে সিলেট সানরাইজার্স। ২ পয়েন্ট নিয়ে তারা পাঁচে রয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারকানির্ভর মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকা পর্বে ৪ ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে কেবল ১টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। বাকি তিনটিতেই হেরেছে দলটি। ২ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে তারা।