রান পাচ্ছিলেন না। তাই ব্যাটিং অর্ডারে অদলবদল করে নেমে এসেছিলেন সাত নম্বরে। পরপর দুই ম্যাচে তাঁর ব্যাটে দেখা গেছে বিস্ফোরক ইনিংস। বরিশালের সর্বশেষ ম্যাচে ফিফটিও করেছেন।তাই আবার তাঁকে টপ অর্ডারে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল ফরচুনের ব্যাটিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।
বিপিএলের সিলেট পর্ব শুরুর আগে নাজমুল আবেদীন বলেছেন, ‘গত ম্যাচে ওর ব্যাটিং দেখে কনফিডেন্ট মনে হয়েছে। ওর কাছ থেকে আমরা আরো বড় ইনিংস আশা করছি। সাকিব আবার ওপরে ব্যাটিং করবে। ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ থেকেই ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন সাকিব। তা ফুটে উঠেছিল সাকিবের ব্যাটিংয়েই। তবে বিপিএলের শেষ দুটো ম্যাচে পরিবর্তন দেখা গিয়েছে সাকিবের ব্যাটিংয়ে। দ্রুত গতিতে খেলার পাশাপাশি বড় রানও করছেন তিনি।