প্রায় ২৪ বছর পর সিরিজ খেলতে পাকিস্তান আসছে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ থেকে শুরু টেস্ট সিরিজ। আর এই সিরিজের জন্য এখনি প্রস্ততি শুরু করছেন দুই দলের ক্রিকেটাররা। পাকিস্তান দলে যে রয়েছে ইয়াসির শাহ, শাদাব খান, সাজিদ খান, ইমাদ ওয়াসিম এবং উসমান কাদিরের মতো স্পিনার। লাবুশেন তাই স্পিন সামলানোর প্রস্তুতি নিতে নিজের বাড়ির ভেতর আস্ত এক পিচ বানিয়ে ফেলেছেন। যে পিচে লাটিমের মতো ঘুরছে বল।
এই পিচ তৈরি করতে নিজের বড় এক রুমের মধ্যে একটি লম্বা জায়গায় কালো রংয়ের ম্যাট পেতেছেন লাবুশেন। সেখানে বিভিন্ন জায়গায় কালো রংয়ের টেপ দিয়ে আটকে দিয়েছেন অ্যালুমিনিয়াম এবং শক্ত ধাতুর পাত। ফলে বল সেই জায়গায় পড়লে কিছুটা বেঁকে ব্যাটারের কাছে আসছে। কখনও কখনও এমন ভাবে বল ঘুরছে, যা খেলতে রীতিমতো অসুবিধা হচ্ছিল লাবুশেনের। তবে তাতে বেশ খুশিই লাবুশেন। এর চেয়ে ভালো প্রস্তুতি তো আর হতে পারতো না!
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অস্ট্রেলিয়ান ব্যাটার নিজেই সেই প্রস্তুতির ভিডিও আপলোড করেছেন। কিভাবে পিচটা তৈরি করেছেন, দেখিয়ে দিয়েছেন সেটাও। আসলে কোনো বাধাই বাধা নয়, ইচ্ছে থাকলে উপায় হয়!