কিছুক্ষণ পরেই শুরু হবে বিপিএলের অষ্টম আসরের শিরোপা জেতার লড়াই। ২০১২ সালে শুরু হয়েছিল দেশের ক্রিকেট অঙ্গনের অন্যতম এক উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পেছনে ফেরে দেখা যাক, বিপিএলে দুইবার শিরোপা জিতেছে কুমিল্লা। আর বরিশাল দুইবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে ফাইনালে খেললেও ট্রফি থেকে গেছে অধরা। তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড ট্রফিজয়ী ঢাকার পাশে কুমিল্লা বসবে নাকি খরা কাটাবে বরিশাল, সেই উত্তর মিলবে রাতে। তার আগে ফিরে দেখা যাক আগের সাত আসরের ফাইনাল।
সপ্তম আসর-ঃ রাজশাহী রয়্যালস বনাম খুলনা টাইগার্স, স্কোর: রাজশাহী- ১৭০/৪; খুলনা- ১৪৯/৮; ফল: রাজশাহী ২১ রানে জয়ী, ম্যাচসেরা: আন্দ্রে রাসেল (রাজশাহী)- ২৭* (১৬) ও ২/৩২
ষষ্ঠ আসর-ঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডায়নামাইটস, স্কোর: কুমিল্লা- ১৯৯/৩, ঢাকা- ১৮২/৯; ফল: কুমিল্লা ১৭ রানে জয়ী।, ম্যাচসেরা: তামিম ইকবাল (কুমিল্লা)- ১৪১* (৬১) ও ২ ক্যাচ।
পঞ্চম আসর-ঃ রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটস, স্কোর: রংপুর- ২০৬/১, ঢাকা- ১৪৯/৯; ফল: রংপুর ৫৭ রানে জয়ী।, ম্যাচসেরা: ক্রিস গেইল (রংপুর), ১৪৬* (৬৯) ও ০/২।
চতুর্থ আসর-ঃ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস, স্কোর: ঢাকা- ১৫৯/৯, রাজশাহী- ১০৩ (১৭.৪ ওভারে); ফল- ঢাকা ৫৬ রানে জয়ী। ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা (ঢাকা)- ৩৬ (৩৩)।
তৃতীয় আসর-ঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম বরিশাল বুলস, স্কোর: বরিশাল- ১৫৬/৪, কুমিল্লা- ১৫৭/৭; ফল- কুমিল্লা ৩ উইকেটে জয়ী।ম্যাচসেরা: অলক কাপালি (কুমিল্লা)- ৩৯* (২৮)।
দ্বিতীয় আসর-ঃ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম চিটাগং কিংস, স্কোর: ঢাকা- ১৭২/৯, চিটাগং ১২৯ (১৬.৫ ওভারে); ফল- ঢাকা ৪৩ রানে জয়ী।ম্যাচসেরা: মোশাররফ হোসেন (ঢাকা)- ৩/২৬।
প্রথম আসর-ঃ বরিশাল বার্নার্স বনাম ঢাকা গ্ল্যাডিয়েটর্স, স্কোর: বরিশাল- ১৪০/৭, ঢাকা- ১৪৪/২ (১৫.৪ ওভারে); ফল- ঢাকা ৮ উইকেটে জয়ী।