গতকাল হঠাৎ পিএসএল ছেড়ে দেশে চলে যান অজি পেসার জেমস ফকনার।পাকিস্তানি মিডিয়ার বরাতে পরে জানা গেল, পারিশ্রমিক আদায় না করার অভিযোগ তোলে জেমস ফকনার পিএসএল ছেড়ে দেন। গতকাল থেকে এই কান্ড নিয়ে সমালোচিত হচ্ছে পিসিবি। আর এই অবস্থা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক স্পিন স্পীড স্টার শহীদ আফ্রিদি।
আফ্রিদি টুইট বার্তায় লিখেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন ফকনারের মত পিএসএল ও পাকিস্তানের ক্রিকেটকে কলকিত করার স্পর্ধা না পায়। হতাশ হয়েছি ফকনারের বক্তব্যে। পাকিস্তানের আতিথেয়তা, ব্যবস্থাপনার বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে থাকি। কখনও আমাদের পারিশ্রমিক দিতে বিলম্ব হয়নি। কাউকে এভাবে পাকিস্তান ক্রিকেট এবং পিএসএলকে কলঙ্কিত করতে দিব না।’
শনিবার (১৯ ফেব্রুয়ারি) পিসিবির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ফকনার টুইট করেন, ‘পাকিস্তানের ক্রিকেট ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি। তবে দুর্ভাগ্যবশত শেষ ২ ম্যাচ থেকে আমাকে সরে দাঁড়াতে হল। আমার পারিশ্রমিকের ব্যাপারে যে চুক্তি হয়েছিল পিসিবি তাতে সম্মান করেনি। আমি পুরো আসর খেলার জন্যই এসেছিলাম। কিন্তু তারা মিথ্যা বলে গেছে। পিসিবি ও পিএসএল থেকে আমি যে আচরণ পেয়েছি তা অসম্মান।’