হোয়াইট ওয়াশ করার উদ্দেশ্য থাকলেও শেষ ম্যাচে উলটো আফগানিস্তানের বিপক্ষে বাজে ভাবে হেরে গেছে বাংলাদেশ। যদিও আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগার বাহিনী। তবে আজ ম্যাচ চলাকালীন একটি দৃশ্য দর্শকদের মন কেড়ে নেয়। আজ ম্যাচ চলাকালিন সময়ে মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় দুই আফগানিস্তান তারকাকে।
এদিকে আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। এদিকে বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই। আফগানদের এই বড় জয়ে বড় অবদান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের। ১১০ বলে ৪টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি গুরবাজের তৃতীয় শতক।