মেসি নেইমার এমবাপ্পে তিন তারকা নিয়েও রিয়েল মাদ্রিদের বিপক্ষে জয় তুলতে পারেনি মেসিরা। ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এরপর ড্রেসিংরুমে রীতিমতো তুলকালাম বাধিয়ে বসলেন নেইমার। লিপ্ত হলেন ঝগড়াতেই! গতকাল বুধবার এই ঘটনাটা ঘটেছে ম্যাচের ঠিক পরই। সতীর্থ জিয়ানলুইজি ডনারুমার সঙ্গে ঝগড়া বেধে গিয়েছিল তার। ঝগড়ার কারণটা আবার লুকিয়ে আছে ম্যাচে। রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৬১ মিনিটে যে ডনারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!
নিচ থেকে খেলা গড়ে ওঠার কৌশল ফলাতে বলটা গিয়েছিল ডনারুমার কাছে। তবে কারিম বেনজেমা তাকে গিয়ে চেপে ধরেন। তাতেই ভুলটা করে বসেন পিএসজি গোলরক্ষক। বল দিয়ে বসেন ভিনিসিয়াস জুনিয়রের কাছে। সেটাই স্কয়ার করেন তিনি, গোল করেন বেনজেমা। পিএসজির তাসের ঘরের মতো ভেঙে পড়ার শুরু সেখানেই। সেই নিয়েই ম্যাচের পর ডনারুমার ওপর রাগ ঝাড়তে চেয়েছিলেন নেইমার। তবে ডনারুমাও ছেড়ে কথা বলেননি। দ্বিতীয় গোলে কিছুটা ভুল ছিল নেইমারের। সেটা নিয়েই পালটা রাগ ঝেড়ে বসেন তিনি।
তাতেই বিষয়টা ঝগড়াতে পরিণত হয়। আরেকটু হলে যা রূপ নিতো হাতাহাতিতেই। পরে সেখানে উপস্থিত থাকা বাকিরা তাদের দুই জনকে আলাদা দুই জায়গায় নিয়ে যান। তাতেই আরও অপ্রীতিকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে পিএসজির ড্রেসিংরুম। নাহয় হয়তো হাতাহাতিও হয়ে যেতে পারতো দুই পিএসজি তারকার। তবে ম্যাচের পর পিএসজির অপ্রীতিকর ঘটনা অবশ্য এটাই একমাত্র নয়। এই ম্যাচের পর রেফারিদের মারতে গিয়েছিলেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি, এমন দাবি করেছে মার্কা।