ভারত ক্রিকেট টিমের ৩ ফরম্যাটেই অধিনায়ক থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক থেকেও সরিয়ে দেওয়া কোহলিকে! সেখনে তার জায়গায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির কাঁধে নিজেদের দলের দায়িত্ব তুলে দিয়েছে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের আসন্ন মৌসুমে কোহলির ছেড়ে যাওয়া অধিনায়কত্বের খালি জায়গাটি পূরণ করবেন এ অভিজ্ঞ ব্যাটার।
গত মাসে হওয়া আইপিএলের মেগা নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসকে পেছনে ফেলে ৭ কোটি রুপিতে ডু প্লেসিকে কিনে নিয়েছিল ব্যাঙ্গালুরু। তখনই ধারণা করা হচ্ছিল, হয়তো অধিনায়কত্ব দেওয়ার জন্যই তাকে কিনতে মরিয়া হয়ে আছে দলটি। দলে গ্লেন ম্যাক্সওয়েল এবং দিনেশ কার্তিক থাকায় একটা অনিশ্চয়তাও ছিল যে ডু প্লেসি অধিনায়কত্ব পাবেন কি না। তবে সব শঙ্কা কাটিয়ে আজ এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা। প্রথমবারের মতো আইপিএলের কোনো দলের অধিনায়কত্ব পেলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।
অন্য দিকে এখনও পর্যন্ত আইপিএল শিরোপা জিততে পারেনি ব্যাঙ্গালুরু। তবে শেষ দুই আসরেই সেরা চারে উঠেছিল দলটি। সেখান থেকেই এবার শিরোপার জন্য ছুটতে চায় তিনবারের ফাইনালিস্টরা। আগামী ২৭ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্যাঙ্গালুরুর যাত্রা।