বুন্দেসলিগার ম্যাচ চলাকালীন উত্তেজনাকর মুহূর্তে দর্শক সারি থেকে ছুড়ে মারা মদের গ্লাসে আহত হয়েছেন রেফরি। যে কারণে খেলাই বন্ধ হয়ে যায়। বোচামের বিরুদ্ধে খেলছিল বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ। দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে এগিয়ে ছিল বরুসিয়া। ঘরের মাঠে দল পিছিয়ে থাকায় গ্যালারিতে উত্তেজনা বাড়ছিল। ৭১ মিনিটের মাথায় গ্যালারি থেকে উড়ে আসা মদের গ্লাস গিয়ে লাগে সহকারী রেফারির মাথায়।
পরিস্থিতি খারাপ দেখে খেলা বন্ধ করে দেন রেফারি। এ ঘটনার সমালোচনা করেছে প্রতিপক্ষ দুই ক্লাব। মদের গ্লাসের আঘাতে মাথায় হাত গিয়ে বসে পড়েন রেফারি ক্রিশ্চিয়ান গিটেলমান। আহত রেফারির চিকিৎসার ব্যবস্থা করা হয়। দর্শকদের মধ্যে উত্তেজনা না থামায় খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।